দয়ারাম রায় (নিজস্ব) প্রতিবেদক ঃ
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা”। সনাতন ধর্মালম্বীদের আজ ভ্রাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটা উৎসব। ভাই ও বোনের অটুট সম্পর্ক একটি উৎসব হিসেবে তারা পালন করে দিনটি। দীপবলির দ্বিতীয় দিনে ভাই ফোঁটা পালিত হয়ে থাকে। এই দিনটির জন্য বোনেরা অধির আগ্রহে অপেক্ষা করে ভাই ফোঁটা দেওয়ার জন্য। এই ভাই ফোঁটায় বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে ঠাকুরের উদ্দেশ্যে পূজা-অর্চনা করে থাকে। ভাইয়ের মঙ্গল কামনা করে তার কপালে চন্দন ফোঁটা দিয়ে থাকে। এই দিনে ভাই এবং বোন উভয়ে ভাই ফোঁটা দেওয়ার আগে উপবাস পালন করে। এই পর্বটি দিনাজপুরে ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তাই সনাতন ধর্মালম্বীদের মধ্যে ঘরে ঘরে ভাই ফোঁটা উৎসব দেখা যাচ্ছে।