নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুরের বীরগঞ্জে দুইতলা মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায়ে। বীরগঞ্জ উপজেলা গতকাল শুক্রবার ৩ই নভেম্বর ২০২৩ দুপুরে ভিত্তি প্রস্থের এর স্থাপন ও দোয়া আয়োজন করা হয়েছিল। উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও মাটিয়া জামে মসজিদ দুইতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করার লক্ষ্যে ভিত্তি প্রস্থের শুভ উদ্বোধন হয়। মসজিদ ভিত্তি প্রস্থর এর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া, এলাইগাঁ মাটিয়া জামে মসজিদ এর নির্মাণ কমিটির সভাপতি মোঃ নুর আলম, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আতাউর রহমান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক শিক্ষা মানব কল্যাণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম সাবুল, এলাইগাঁ মাটিয়া জামে মসজিদ এর ইমাম মোঃ এনামুল ইসলাম ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সহ মান্যগণ্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।