মো: রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে (৩ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক এর দিকনির্দেশনায় বিরামপুর পৌরসভার আয়োজনে ঢাকামোড় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন পৌর মেয়র আককাস আলী। পুষ্পস্তবক অর্পন নিবেদন শেষে এক নিরবতা পালন করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় পৌর প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, খাঁনপুর ইউনিয়ন চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, মোসফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা প্রিতিময় হোসেন পলাশ,যুবলিগের আমিনুল ইসলাম রাজু,ইহসানুল হকসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর কারাগারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
এছাড়া পৌর পরিষদের কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিলসমাজ, সুধীজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।