আনভিল বাপ্পি, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আ’লীগের আয়োজনে জেলহত্যা দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার উপজেলার রানীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সদের আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি মাতিয়াস মার্ডী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মিয়া, মোঃ আসাদুজ্জামান পয়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস এম রবিউল ইসলাম, সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, উপ-দপ্তর সম্পাদক শাকিল সরকার, আ. লীগ নেত্রী লাবনী ইসলাম নাদেরাসহ অনেকে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।