1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন

বিরামপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মো: রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজাপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে
উপজেলায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩১অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে উপজেলার ৩ হাজার ৭০০জন উপকারভোগী কৃষকের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি (ডেপু) এবং ১০ কেজি করে এমওপি (পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়।’

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy