1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥

প্রতিবছরের ন্যায় এবছরও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১৮৭টি গ্রামের প্রতিগৃহে প্রায় ২০ হাজার সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়েছে। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠে বাঙালি হিন্দুদের

গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের
গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ। অনেকে বলে লক্ষ্মী মানে শ্রী,সরুচি। প্রতিটি গৃহে কোজাগরী পূজা অর্চনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পুরোহিতরা। পুরোহিতরা প্রতিটি গৃহে দ্রুত যাওয়ার জন্য কেউ কেউ ব্যবহার
করছে মোটরসাইকেল। সঙ্গে থাকছে একজন করে ঢাঁকি। লক্ষ্মী পূজা করতে আসা সুনীল চক্রবর্তী জানান, লক্ষ্মী সম্পদ যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণ সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন
ধর্মালবম্বীরা এ পূজা করে থাকে। এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন।
সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বলন করা হয় প্রদীপ। হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা
রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা- মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহেস্থ অব্দি সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু বিশ্বাসে
লক্ষ্মীদেবী দ্বিভুজা। আর তার বাহন পেঁচা। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভুজা
কমলে- কামিনী মূর্তিই বেশি দেখা যায়। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেবীর পূজার দেওয়ার নির্ঘণ্ট রয়েছে। এ সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করবে
হিন্দু নর- নারীগণ। কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বীরগঞ্জ পৌরশহরের
দৈনিক বাজারে বৌদ্ধ সাহার,রবি বাঁকালী,বলাকার মোড়ে কার্তিক ব্যানার্জীও জয় কুমার ঘোষ ভক্ত দোকানে প্রতিমা ও পূজার বিভিন্ন সমগ্রী কিনার হিড়িক ছিল চোখে পড়ার মতো। এব্যাপারে দোকানী বৌদ্ধ সাহা জানান,গত বছরের তুলনায় এ বছর লক্ষ্মী পূজার সামগ্রী বিক্রি হচ্ছে ভালো। বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্ম্মা জানান,
সনাতন ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস-দেবী লক্ষ্মী ধন-সম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। কোজাগরী লক্ষ্মীপূজার মধ্য দিয়েই দুর্গতিনাশিনী দেবী দুর্গার বিদায়ের শোক ভুলে আবার আনন্দে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছর ভোর রাত থেকেই সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি গৃহে কোজাগরী লক্ষ্মীপূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে উপবাসব্রত পালন করতে অনেক ভক্তগণ রাত্রিযাপন করতে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, মোহাম্মদপুর,মরিচা বিভিন্ন ইউনিয়নে কির্তন, কবিরগান, মারাহুরার গান সহ চলে নানা চলেছে। উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও মন্দিরসহ পাঁচটি মণ্ডপে লক্ষ্মীপূজার নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy