1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক গরু ব্যবসায়ীর

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
Exif_JPEG_420

আনভিল বাপ্পি স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের ঘোড়াঘাটে করলা বোঝাই মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক গরুর ব্যবসায়ীর ও অপর এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। নিহত গরু ব্যবসায়ী উপজেলার বুলাকীপুর ইউনিয়নে আব্দুস সাত্তারের ছেলে মোঃ সাফি মিয়া (৫০) ও আহত ব্যক্তি পালশা ইউনিয়নের বাগানপাড়া গ্রামের যোগেশ চন্দ্র (৩৮)।
আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের হরিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জ গামী একটি করলা বোঝাই মিনি ট্রাক (যার ঢাকা মেট্রো ড- ১৪-৫১৫৮) ওই স্থানে পৌঁছিলে এ দূর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, গরু ব্যবসায়ী সাফি ও যোগেশ রাণীগঞ্জ বাজার থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এই দূর্ঘটনা ঘটে। মিনি ট্রাকটি স্থানীয় জনতা ধাওয়া করে রাণীগঞ্জ বাজারে আটক করে। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy