1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
ঘোড়াঘাটে শেখ রাসেল দিবস পালিত - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে শেখ রাসেল দিবস পালিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

আনভিল বাপ্পি স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী, আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

আজ বুধবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সাত্তার সরকার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছদের আলী, মো. আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ, প্রেজেন্টেশন, কবিতা আবৃতি, চিঁত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগী বিজয়ীদের ও শ্রেষ্ঠ শেখ রাসেল ল্যাবকে পুরষ্কার দেয়া হয়।

পুরষ্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রীর পক্ষে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন অথিতিরা।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।