বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিক্রির অভিযোগে তারেক নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মাদক বিক্রেতা পৌরসভার ২নং ওয়ার্ডের তৌয়বুর রহমানের ছেলে মোঃ তারেক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ অক্টোবর -২০২৩) রাতে অতিরিক্ত পুলিশ সুপার(বীরগঞ্জ সার্কেল) খোদাদাত সুমনের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম, এসআই নুরুন্নবী, এসআই আনোয়ার,এএসআই সিরাজুল আওলাদ, এএসআই মোহাম্মদ আলীসহ সঙ্গীয় চৌকশ পুলিশের টিম পৌরসভার ২নং ওয়ার্ডের ইক্ষু
সেন্টার পাড়ার তৈয়বুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম কে ২ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এব্যপার থানার এসআই নুরুন্নবী বাদী হয়ে ১৬(১০)২০২৪ নম্বর একটি মাদক মামলা রুজু করেছেন।
বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মঈনুল হোসেন সত্যতা নিশ্চিত জানান,এই উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে অভিযান অব্যাহত রয়েছে।