1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন

বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

মো: রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‍্যালি, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার বিপুল কৃষ্ণ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘শেখ রাসেলকে শত্রুরা অতি নৃশংস ভাবে হত্যা করেছে এর ইতিহাস সকলকে জানতে হবে। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা শেখ রাসেল দিবসের তাৎপর্য সম্পর্ক জানাতে হবে। ভবিষ্যতে তারা একদিন এ দেশের হাল ধরবে। তোমরাই একদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, জজ ব্যারিস্টার হবে।’

এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীলসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy