দয়ারাম রায়,নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :
শরৎকাল,আশ্বিন মাসের শেষে হেমন্ত কাল,তাই কার্ত্তিক মাসের শুরুতে সকাল ও সন্ধাবেলা হালকা কুঁয়াশা আর শীত পরা শুরু হয়েছে। আবার শির শির করে বাতাস বইছে। হেমন্তেই শুরু হয় শীতের আমেজ রোদ হীন ফুর ফুরে বাতাসে প্রকৃতির চিরচেনা এ দৃশ্যমান ছবিই জানান দেয় গুটি গুটি মেরে বলছে শীত আসছে। অবশ্য দেশের উত্তরা অঞ্চলে শীতের দেখা মেলে বেশ আগে ভাগেই, বিদায়ও নেয় অনেক পরে। তাই নদীর ধারে কাঁশফুল ফুটে জানান দিচ্ছে, বলছে বর্ষাকে এবারের মত বিদায় জানাছি।