1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

ঘোড়াঘাটে বিভিন্ন রোগীর মাঝে চেক বিতরণ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩১জন রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এছাড়াও একই দিনে ৩৮টি মন্দির কমিটির সভাপতি সাধারন সম্পাদকের হাতে ৫০০কেজি চালের ডিও লেটার তুলে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগীদের মাঝে চেক বিতরণ ও মন্দির কমিটির হাতে চালের ডিও বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম ও সাজ্জাত হোসেন। এর আগে প্রধান অতিথি ঘোড়াঘাট-হাকিমপুর জাতীয় মহাসড়ক, পাটশাও সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy