বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট এমন মন্তব্য করে দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকার সুযোগ নেই। নিজ ধর্মকে ভালোবাসার সাথে সাথে অন্যের ধর্মকেও সম্মান করতে হবে। বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সম্মানবোধই বঙ্গবন্ধুর সোনার বাংলা নিশ্চিত করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্মীয় বিভাজন মুক্ত সোনার বাংলা গড়ার জন্য সংগ্রাম করেছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব বৈষম্য দূর করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
গতকাল রাতে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে শ্রী শ্রী রাধা দামোদর নাম হট্র সংঘ (ইসকন) মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ।
আলোচনা সভা পরিচালনা করেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।
এদিকে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে পাহাড়পুর মোড়ল পুকুর কালী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও রামচন্দ্রপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বলরামপুর ঈশ্বগ্রাম দাখিল মাদ্রাসার গেট ও সীমানা প্রাচীরের উদ্বোধন করেন এমপি গোপাল।