বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা স্মৃতি সম্মাননা স্মারক-২০২৩ এর গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদপত্র পেয়েছেন। গত মঙ্গলবার ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে এই গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদপত্র দেওয়া হয়। শতগ্রাম ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন থেকেই সাধারণ মানুষের সাথে ছিলাম ও সমাজ সেবা বিশেষ অবদান রেখেছি। তাই শেরে বাংলা এ.কে.ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন তদন্ত করে আমাকে মনোনীত করে। এ সম্মাননা আমাকে সমাজসেবায় আরও বেশি উৎসাহিত করবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।