1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন

বিরামপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মো: রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা সভাপতি রমজান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা গত ১২ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে বিরামপুর উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট সকল নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করেন।

এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধান, নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিলসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও যুগ্ন-সাধারণ সম্পাদক (মহিলা-১) দিলরুবা পারভীন রেবা।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy