1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ ও মিছিল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বীরগঞ্জ উপজেলা আইম্মায়ে মাসাজিদ এর প্রায় পাঁচ শতাধিক মুসল্লী। শুক্রবার (১৩ অক্টোবর -২০২৩) বেলা ২টায় বীরগঞ্জ বিজয় চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ সংহতি সমাবেশ পালন করেন তারা। এ সময় সমাবেশে ফিলিস্তিনের পতাকা, ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক কেফিয়্যে, বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, যুক্তরাষ্ট্র কে হুশিয়ারি দিয়ে বাংলাদেশের পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মুসল্লীরা সমাবেশ করেন এবং মিছিলে ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ‘লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক ইয়া আকসা’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘ফিলিস্তিন মুক্তি পাক-ইসরায়েল নিপাত যাক’ ‘ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে আইম্মায়ে মাসাজিদ এর সভাপতি মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল, কলেজ মসজিদ, আলোচক কেন্দ্রীয় মসজিদের ইমাম ও নুরুল উলুম হাফিয়া মাদ্রাসর শিক্ষক মুহিত জাহেদুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, থানা মসজিদের খতিব, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা ওসমান গনি, হাটখোলা জামে মসজিদের মুহতি আল- আমিন, বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়েম মিয়া প্রমুখ।

বক্তৃারা বলেন, শুধু ফিলিস্তিন নয় সকল মুসলিমের পক্ষে আমাদের অবস্থান। পশ্চিমদের জঙ্গি দোষারোপ পুরাতন অভ্যাস। ব্রিটিশদের জুলুমের বিরুদ্ধে বাঙালিরা যখন ঐক্যবদ্ধ হয়েছে তখনো তারা এমন খেলা খেলেছে। আমরা মজলুমদের পক্ষে ছিলাম আছি আগামীতেও থাকব। ফিলিস্তিনের জন্য সফলতা কামনা করছি।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy