1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

বীরগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

বিকাশ ঘোষ’ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য- ‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’ যার ভাবানুবাদ করা হয়েছে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা।’ বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৩ উদযাপনে বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বনাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বর বটমূল প্রাঙ্গনে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টোশনের কর্মকর্তা মেরাজ আলীর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ থেকে কি ভাবে রক্ষা পাওয়া যাবে তা মহড়া মধ্য দিয়ে প্রদর্শন করে দেখানো হয়। মহড়া শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম উপজেলা প্রকৌশলী জিবরীল আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নিবেদিতা দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী আরও অনেক উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy