বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন এমন মন্তব্য করে দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকার সুযোগ নেই। নিজ ধর্মকে ভালোবাসার সাথে সাথে অন্যের ধর্মকেও সম্মান করতে হবে। বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সম্মানবোধই বঙ্গবন্ধুর সোনার বাংলা নিশ্চিত করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্মীয় বিভাজন মুক্ত সোনার বাংলা গড়ার জন্য সংগ্রাম করেছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব বৈষম্য দূর করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
বুধবার (১১ অক্টোবর ২০২৩) কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ছাতইল শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতইল শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরের উপদেষ্টা দীনেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ইউপি চেয়ারম্যান জাহিদুজ্জামান সরকার লিমন, তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন ।
আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম।
এদিকে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ডহন্ডা পুরেন বাবুর দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি গোপাল।