বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই প্রাণীসম্পদ কৃষক মাঠ স্কুলে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রডিউসার গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা. শামীমা বেগম।