আব্দুল জলিল, নিজস্ব প্রতিবেদক ॥-
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, টিম ম্যানেজার লন্ডনে বসে থাকলে বাংলাদেশের মাঠে খেলা হবে না। যেই টিম ম্যানেজার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক, তার নির্দেশনায় যারা পরিচালিত- তাদের দ্বারা খেলা কোনভাবেই সম্ভব হয় না। তিনি বলেন, উন্নয়ন সমৃদ্ধে দেশের মর্যাদাকে বিশ্বের কাছে জননেত্রী শেখ হাসিনা যে পরিমাপে নিয়ে গেছেন, তাতে এ দেশের জনগণ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চূড়ান্ত পুরস্কার দিবেন জনগণ।
রোববার (১৯ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাহারোল উপজেলা উপজেলা নির্বাাহী অফিসার মো. নাইম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য আরমান সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলার শাখার সভাপতি মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান।
আলোচনা শেষে বিজয়ী ১৬২ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।