1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ অপরাহ্ন

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের ১৬২টি পূজামণ্ডপের সভাপতি -সম্পাদকদের সাথে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর -২০২৩) দুপুরে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি মহেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা,
বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি ভবেশ চন্দ্র রায়, সাবেক সভাপতি গিরিজা নাথ দাস, বীরগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে সভাপতি রতন কুমার সাহা রেন্টু,পৌর হিন্দু -বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সভাপতি রতন ঘোষ পীযূষ, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী,শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন রায়,শিবরামপুর ইউনিয়ন মাতা ধলেশ্বরী মন্দিরের সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র রায়।
এ সময় বক্তব্যগণ ধর্মীয় রীতি অনুসারে দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোর ভাবে মেনে চলার জন্য সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy