রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর বিরামপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এডিসি দিনাজপুর সোহাগ চন্দ্র সাহ। আজ (২৫ সেপ্টেম্বর-২৩) দিনাজপুর বিরামপুরে গত ২৪ শে সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় একটানা ঝড়-বৃষ্টির মাঝে দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে আবাসন প্রকল্পের ৫টি ঘর সহ উক্ত মহল্লার ২৩ টি ঘরবাড়ি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে যায়। উল্লেখ্য কয়েকদিনের ভারী বৃষ্টিতে দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন প্রকল্পের ঘরবাড়ির বেশ ক্ষতি হয়। ২৫ সেপ্টেম্বর সোমবার বৈকাল ৫ ঘটিকায় সময় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ এর নির্দেশ ক্রমে এডিসি সোহাগ চন্দ্র সাহা,ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ঘর বাড়ির জন্য নতুন ঢেউটিন স্থাপনের কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত সরকারি আবাসন প্রকল্পের ঘরে থাকা লোকজনের উদ্দেশ্যে এডিসি সোহাগ চন্দ্র সাহা বলেন, আপনাদের যেকোন সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার প্রস্তুত রয়েছে,কোন প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন,দিওড় ইউনিয়নের জনপ্রতিনিধি,সাংবাদিক মাসুদ রানা সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন,অত্র উপজেলায় কয়েকদিন থেকে ভারী বৃষ্টি বাদল সহ ঝড় হওয়ার ফলে,উপজেলার দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন প্রকল্পের ঘর গুলির ঢেউটিন নষ্ট হয়ে গেছে এবিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উক্ত প্রকল্পের ঘরবাড়ির টিন গুলি নতুনভাবে স্থাপন করা হচ্ছে। এছাড়াও তিনি আরো বলেন, অত্র উপজেলার সরকারি আবাসন প্রকল্পের ঘরবাড়ির কোন প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।