1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

আমেরিকার মাটিতে শেখ হাসিনার সত্য অকুতোভয় উচ্চারণ তার দৃঢ় নেতৃত্বের প্রকাশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমেরিকার মাটিতে শেখ হাসিনার সত্য অকুতোভয় উচ্চারণ তার দৃঢ় নেতৃত্বের প্রকাশ। তিনি বলেন, জাতিসংঘে ভাষণ দেওয়ার পর নিউইয়র্কে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ শুরু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন- এটা নিয়ে ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নেই। এবার বিরোধী দলের কথাও বলা হয়েছে। ‘যারা নিষেধাজ্ঞা দেয়, তাদের বলব, একসময় ১০ হোন্ডা ২০টা গুন্ডায় নির্বাচন হতো। এখন সেই পরিবেশ নেই। বিএনপি এক কোটি ভুয়া ভোটার করেছিল। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন বলে দেড় মাসও টিকতে পারেননি, জনগণের আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।’
রোববার (২৪ সেপ্টেম্বও ২০২৩) বিকেলে দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন, গৃহ নির্মান মঞ্জুরী ও নগদ অর্থ (চেক) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নাই। দেশে যে কোন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সব সময় জনগনের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবে।
এসময় ৯০টি পরিবারকে ১ বান্ডিল করে ৯০ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে ২ লাখ ৭০ হাজার টাকা এবং ৫টি প্রতিষ্ঠানকে ২ বান্ডিল করে ১০ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে ৩০ হাজার টাকা মোট ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy