1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন

বীরগঞ্জে মেয়র মোশাররফ এর নির্দেশনায় পাড়া-মহল্লায় মশা নিধনে ফগার মেশিনে ঔষধ স্প্রে

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব আবারও বেড়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছে ওয়ার্ডবাসী। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বীরগঞ্জ পৌরসভার সহযোগিতায় ও টানা দ্বিতীয় বারের মত নির্বাচিত জনপ্রিয় মেয়র মোশাররফ হোসেন বাবুল এর নির্দেশনায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর -২০২৩) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ফিগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হয়। এর মধ্যে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ দেওয়া হবে। বিভিন্ন ওয়ার্ডবাসীর সচেতনতার বিষয়টি উল্লেখ করে এব্যাপারে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল মুঠোফোনে জানান, পৌরবাসী যদি তাদের নিজ নিজ বাসস্থান ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এবং মশা জন্মানো ও এর বংশ বিস্তারের সুযোগ না দেয়, তাহলে মশার উপদ্রব থেকে সহজেই রেহাই পাওয়া যেতে পারে। তিনি বলেন, পৌবাসীকে মশার যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পাড়া মহল্লায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ দেওয়া হচ্ছে এবং নগর বাসীকে মশার যন্ত্রণা থেকে রক্ষা করতে মশক নিধন কার্যক্রম নিয়মিত চলবে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy