আনভিল বাপ্পি, স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ষাঁড় গরু হাঁস-মুরগী, হাঁস-মুরগী রাখার ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ৯৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ষাঁড় গরু ও ৫ শ জনকে ২০টি করে মুরগী এবং ৫ শ জনকে ২০ টি করে হাঁস দেওয়া হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ভুট্টু, মো. কবিরুল ইসলাম প্রধান ও সাজ্জাত হোসেন সহ প্রমুখ।
একই দিন তিনি উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশে যোগ দিয়ে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন। পরে ঘোড়াঘাট বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলা ভবন নির্মানের উদ্বোধন করেন তিনি।