দিলীপ কুমার রায়, নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুরের কাহারোলে ওর্য়ান্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি এর সহযোগিতায় শিশু সুরক্ষা ও আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল সাড়ে এগারো টায় ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদ এর বগদইড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মার্শাল আর্ট প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান উপজেলাা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বার বারের নির্বাচিত কাহরোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সরকার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট, মোঃ জুলফিকার হোসেন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ও জেলা পরিষদ সদস্য আরমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজমুল হক, ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান, বগদইড় মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মোছাঃ লায়েল পারভিন, বগদইড় মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, দিনাজপুর এসিও ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দু সিলভেস্টার গমেজ। উক্ত অনুষ্ঠানে পঁচিশ জন শিক্ষার্থীর মাঝে পাঁচ হাজার টাকা করে মোট এক লক্ষ পঁচিশ হাজার টাকার চেক বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি জুনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুন মেওয়া।