বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি,রায়হান কবির চপল.
১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার বৈকাল ৫ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, ১৭/১৮/১৯ সেপ্টেম্বর ২০২৩ইং (তিন) দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার সুযোগ্য জননন্দিত পৌর মেয়র আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেস কুমার কুন্ডু, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিরামপুর উপজেলা শাখার ব্যবস্থাপক রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম প্রমুখ
এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস২০২৩ মেলায় সরকারি বেসরকারি এনজিও ফোরাম এর কার্যালয় কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক স্টল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়, মেলায় উন্নয়ন মূলক স্টল প্রদর্শনীর মধ্য থেকে আজকের সমাপনী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করেন ও পুরস্কার গ্রহণ করেন বিরামপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, দ্বিতীয়তম স্থান অর্জন সহ পুরস্কার গ্রহণ করেন বিরামপুর কৃষি কর্মকর্তার কার্যালয়, তৃতীয়তম স্থান অর্জনসহ পুরস্কার গ্রহণ করেন, বিরামপুর মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বরেন্দ্র কর্মকর্তার কার্যালয়। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।