মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমারে অজ্ঞাত যুবকের(৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের নন্দীপাড়ায় জৈনেক লাল মিয়ার ভূট্টাক্ষেতের আইল হতে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে ময়লা জ্যাকেট ও ফুল প্যান্ট পড়া ছিলো।
উক্ত এলাকার ইউপি সদস্য অশ্বনী কুমার রায় জানান, ভূট্টাক্ষেতের আইলে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা মরদেহটিকে চিনতে পারছে না।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। মৃতদেহের পরিচয় সনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনগত বিষয় সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।