1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ ইটভাটায় নামলো হেলিকপ্টার, দেখতে জনতার ভিড় সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি ঘোড়াঘাটে ষাঁড় গরু ও হাঁস-মুরগী বিতরণের উদ্বোধন বিরামপুর পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা কাহারোলে ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির সহযোগিতায় ৩০জন ছাত্রী মার্শাল আট প্রশিক্ষণ সমাপ্ত ঘোড়াঘাটে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত বিরামপুরে “জাতীয় স্থানীয় সরকার দিবস” উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি হঠাৎ বন্ধ হয়ে গেল মোটরসাইকেলের হেডলাইট, ৩ বন্ধু নিহত বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ এ্যাড. মো. হামিদুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবনিযুক্ত অধ্যক্ষর যোগদান ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের ৯৫ বস্তা চাল জব্দ কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন বিরামপুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন দিনাজপুরে কেক কেটে “দৈনিক যুগের আলো” পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে পাবলিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম, ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

অভিযোগসৃত্রে জানা যায় , উপজেলার শিবরামপুর ইউনিয়নে পাবলিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক ও আয়া দুইটি শুন্য পদ পুরনের জন্য পদক্ষেপ নেন ম্যানেজিং কমিটির পক্ষে প্রধান শিক্ষক। অন্যদিকে কমিটির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দাবীদার ধীরেন্দ্র নাথ রায় জানান, ব্যপক অনিয়ম ও ঘুষ বানিজ্যে জড়িয়ে পড়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায়। ধীরেন্দ্র নাথ রায়ের দাবি প্রধান শিক্ষক সকলের অজান্তে অতি গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিয়ে নিজের কাছে ফাইল বন্দী করে রেখেছেন।
ফলে এলাকায় কোন প্রকার প্রচার ও প্রকাশ হয়নি। এমন কি কমিটির অনেকেই অবগত নেই।
অভিযোগকারী ধীরেন্দ্র নাথ রায় পত্রিকা খুঁজে না পেয়ে প্রধান শিক্ষকের দপ্তরে গিয়ে পত্রিকা চাইলেও তিনি দেন নাই এবং বিষয়টি গোপন রাখেন বলে জানান।

এ ব্যপারে, ধীরেন্দ্র নাথ রায় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর সীল স্বাক্ষর যুক্ত সুপারিশসহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বীরগঞ্জ বরাবর গত ১০সেপ্টেম্বর’২০২৩ বিজ্ঞপ্তি (সার্কুলার) ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করার আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে
গতকাল সরজমিনে পাবলিক উচ্চ বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক তপন রায়ের মুখোমুখি হলে তিনি জানান,ধীরেন্দ্র নাথ রায়ের অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। তিনি ম্যানেজিং কমিটির কোন সদস্য নন।

গত আগষ্ট’২০২৩ তারিখে বিধি মোতাবেক জাতীয় লাখো কন্ঠ ও স্থানীয় আজকের প্রতিভা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রার্থীত দুই পদে ৯ জন আবেদন করেছে। যাচাই বাছাই করা হয়েছে। অবিলম্বে পরীক্ষার দিন তারিখ নির্ধারণ করা হবে। তিনি ক্ষোভের সাথে বলেন আমি নিজেই নিয়োগ বাতীল করব, এত মিথ্যা অভিযোগ মেনে নেয়া যায় না। কোন প্রকার অনিয়ম দূর্নীতি হয়নি। প্রধান শিক্ষকের সাথে সহমত প্রকাশ করেছেন পরিচালনা কমিটির সভাপতি পুর্ন চন্দ্র সেন। এঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দাতা সদস্য বাবুল রায়সহ স্থানীয় অনেকে। শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিকের সাথে কথা হলে তিনি বলেন, আমি কিছুই জানি না।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ-এর সাথে কথা হলে তারা অভিযোগ পেয়েছেন মর্মে নিশ্চিত করেন কিন্তু ব্যস্ততার কারণে এখনো ঐ বিষয়ে কোন পদক্ষেপ নেন নাই।

শেয়ার করুন

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy