বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবং মাদক সেবনের অপরাধে আল মামুন খা (৩৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এস আই দিলীপ কুমার বর্মন ও এএসআই সারোয়ার জাহানের নেতৃত্বে বুধবার(৬ সেপ্টেম্বর-২০২৩) রাত ৯টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্করা দেঊলি গ্রামে এই অভিযান চলাকালে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় হাতেনাতে ধরা পড়ে আল মামুন খা। পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালতে ট্যাপেন্টাডল মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আল মামুন খা উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্করা দেঊলি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
অপর দিকে পার্শ্ববতী আরাজী মিলনপুর গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে আলী আকবর জি-আর ২২/২২ মামলার পলাতক আসামী দীর্ঘদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আসছিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে সোপদ্দ করেছেন।
বীরগঞ্জ উপজেলার ইউএনও ফজলে এলাহী জানান, দীর্ঘদিন ধরে আল মামুন খা ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। বুধবার মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘বীরগঞ্জ উপজেলায় কোথাও মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না, এসব যারা সেবন করে, বিক্রিতে যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।’