বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর দিক নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহীর নেতৃত্বে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর -২০২৩) সকাল ১১টার দিকে পৌর শহরের কাহারোল মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাহির এলাকা হতে গরুর মাংস নিয়ে এসে বীরগঞ্জ পৌরশহরে বিক্রির অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ৩ এর ২৪(১) ধারা মোতাবেক মো: নাজির নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার (দশ হাজার) টাকা জরিমানা করা হয়৷ কোর্ট সহযোগিতা করেন বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ ওসমান গনি স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম,বীরগঞ্জ থানা পুলিশ এর একটি টিম। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী বলেন,জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।