বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামের এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। রাকিব উপজেলার মরিচা ইউনিয়নের লোটন গ্রামের
আঃ হান্নানের ছেলে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে লোটন গ্রামের বাড়ির পাশ্ববর্তী পুকুরের গোসল করতে যায়, এ সময় সাঁতার না জানায় সে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায় বলে জানা যায়। ঘটনার পর প্রতিবেশীরা ঐ পুকুরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে রাকিব এর মৃতদেহ খুজে পাওয়া যায়। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকার অনুদান প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন,
পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পুকুরের পানিতে ডুবে কিশোর রাকিব এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।