1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বিরামপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ প্রদান - সবুজ বাংলা নিউজ
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

বিরামপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ প্রদান

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের জেলার বিরামপুর নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক ২০২২ সালের বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের বিরামপুর পৌর কিন্ডারগার্টেন স্কুলে এই সনদ ও নগদ অর্থ প্রদান প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক তাজমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও নন্দিত পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, সদস্য ওবায়দুল মিনহাজ, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আলীমুল ইসলাম জানান, বিরামপুর নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে ২০২২ সালে বৃত্তি পরীক্ষায় ১৬৫জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ জন এবং সাধারণ গ্রেডে ২৫ জন বৃত্তি পায়। আজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও টাকা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, দিনাজপুর জেলার মধ্যে বিরামপুর নর্থ-বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুলটি ২০২২পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।