নিজস্ব প্রতিবেদ, সবুজ বাংলা নিউজ ।।
প্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর উক্ত স্লোগান কে ধারণ করে ১০ আগস্ট ২০১৭ সাল থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকেই রক্তদান এর পাশাপাশি সমাজ উন্নয়নে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে আসছে এই সংগঠনটি। ২৪ আগস্ট বৃহস্পতিবার প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশের পাল্টাপুর ইউনিয়ন শাখার সদস্য সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সেলিম ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ মাস্টার। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সুমন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল রানা, সংরক্ষিত আসনে মহিলা সদস্যবৃন্দ, সনকা আদিবাসী পাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঘোড়াবান্দ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বাহার আলী, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ , সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক ৪নং পালটাপুর ইউনিয়ন শাখার সভাপতি ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরিফুল ইসলাম শরীফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন। পাল্টাপুর ইউনিয়নে বিভিন্ন সমাজ সেবামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করেছে এই প্রচেষ্টা । আমি এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করছি ।এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারন সম্পাদক জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, সৌরভ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হৃদয় হাসান, ক্রিয়া বিষয়ক সম্পাদক ইশরাফিল রানা শেখ রিপন, কার্যকারী সদস্য আরিফ হাসান, প্রচেষ্টা ব্লাড ব্যাংক ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সাতোর ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ, সাতোর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন সহ প্রচেষ্টা ব্লাড ব্যাংক ৪নং পাল্টাপুর সকল সদস্যবৃন্দ