1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
ঘোড়াঘাটে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

ঘোড়াঘাটে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

আনভিল বাপ্পি, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যান-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জাইতর গ্রামের আশরাফুল ইসলাম (৪৩) ও একই উপজেলার গনক পাড়া গ্রামের মহির মন্ডলের ছেলে খালেদুল ইসলাম (৩২)।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরাহীমপুর গুচ্ছগ্রাম মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে থানা পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি খালি পিকআপ ভ্যান দিনাজপুরের দিকে যাচ্ছিল । পিকআপ ভ্যানটি ঐ স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত মোটর সাইকেলে থাকা দুই যুবক ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করান। পরে দুপুরে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। পিকআপ ভ্যান চালক ও হেলপার আটক রয়েছে। মামলা প্রক্রিয়াহীন । দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও মোটর সাইকেল থানা হেফাজতে রয়েছে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।