1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ ইটভাটায় নামলো হেলিকপ্টার, দেখতে জনতার ভিড় সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি ঘোড়াঘাটে ষাঁড় গরু ও হাঁস-মুরগী বিতরণের উদ্বোধন বিরামপুর পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা কাহারোলে ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির সহযোগিতায় ৩০জন ছাত্রী মার্শাল আট প্রশিক্ষণ সমাপ্ত ঘোড়াঘাটে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত বিরামপুরে “জাতীয় স্থানীয় সরকার দিবস” উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি হঠাৎ বন্ধ হয়ে গেল মোটরসাইকেলের হেডলাইট, ৩ বন্ধু নিহত বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ এ্যাড. মো. হামিদুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবনিযুক্ত অধ্যক্ষর যোগদান ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের ৯৫ বস্তা চাল জব্দ কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন বিরামপুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন দিনাজপুরে কেক কেটে “দৈনিক যুগের আলো” পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে মাছ কেটে চলে বৃদ্ধা জয়ন্তী বেওয়ার অভাবের সংসার

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.

গুরা মাছ কেটে চলে জয়ন্তী বেওয়ার সংসার
বৃদ্ধা বয়সী জয়ন্তী বেওয়ার অভাব অনটন আর শারীরিক অসুস্থতার কাছে হার না মেনে মাছ কাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা নিজপাড়া ইউনিয়নের দামাইহ্মেত্র ব্রাহ্মণ পাড়ার গ্রামের মৃত প্রিয়নাথ রায়ের স্ত্রী জয়ন্তী বেওয়া। তিনি মাসিক ৫ শত ৫০ টাকা ভাড়া বাসায় থাকেন। স্বামী ২০ বছর আগে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর থেকে সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়ে তিনি। অসহায় হতদরিদ্র জয়ন্তী বেওয়ার অভাব অনটনের কারণে কিছুদিন মানুষের বাসাবাড়িতে, ছাত্র ছাত্রীদের মেসে রান্নার কাজ করতেন। কিন্তু বয়সের ভার আর শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তেমন ভারি কাজ করতে অসুবিধা হয়। তাই মাছ কাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজারে মাছ কাটাতে আসা রাজিউল ইসলাম (৩৮) জানান, বাজার থেকে এক কেজি গুরা মাছ কিনেছেন। মাছ কেনার পর বাড়িতে নিয়ে গিয়ে কাটাকাটি করা অনেক ঝামেলা, এজন্য বাজারেই কাটার ব্যবস্থা দেখে সে অনেক খুশি। ওই দিন সাদিকুরের সঙ্গে ৩০ টাকার চুক্তিতে সবগুলো মাছ কেটে দিবেন জয়ন্তী।
সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত মাছ কাটেন তিনি। এভাবেই কেউ ২০ টাকা কেউ ৩০ টাকা সবমিলিয়ে কোনদিন ১২০ টাকা কোনদিন ১৩০ টাকা আয় হয় তার। এছাড়া তিনি সরকারি বিধবা ভাতা পান, তা দিয়েই কোনরকমে চলে তার সংসার।
জয়ন্তী বেওয়ার সঙ্গে কথা বলে জানান, তার দুই সন্তান, এক ছেলে ও এক মেয়ে, দুজনের বিয়ে হয়ে গেছে। ছেলে ভ্যান চালক, থাকে গ্রামের বাড়ি দামাইক্ষেত্রে। তাও আবার থাকে পরের জায়গায়। ভ্যান চালিয়ে নিজেরই সংসার ঠিক মতো চালাতে পারেন না, মাকে আর কি সাহায্য করবেন। সরকারি বিধবা ভাতা আর মাছ কেটে যা আয় হয় তা দিয়েই কোন রকমে দিন চলছে। বর্তমানে জয়ন্তী বেওয়ার কোমর থেকে হাটু পর্যন্ত ব্যথা। তেমন ভারি কাজ করতে পারেন না। সপ্তাহে ৩০০ টাকার ঔষধ লাগে।
তিনি আরো জানান, ‘লোকলজ্জা করে লাভ কি বাবা? পেটে খিদে ভিক্ষা না করে মানুষের কাছে হাত পাতার চাইতে কাজ করে খাওয়া অনেক সন্মানের। তাই ভিক্ষা না করে মাছ কাটার কাজ বেছে নিয়েছি। বিষয়টি ছোট ভাবে দেখার কোন সুযোগ নেই।’ জয়ন্তী বেওয়া আরও জানান, আমার দুঃখের কথা শুনে সাবেক বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা মেডাম অল্প কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন। তা দিয়ে ভালো চিকিৎসক কে দেখিয়ে ঔষধ কিনতেই শেষ হয়েছে।

শেয়ার করুন

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy