রায়হান কবির চপল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ” রূপান্তরের প্রত্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ৯টায় দিনাজপুরের বিরামপুরে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পর্যায়ে সারাদেশে ২২১০১টি ঘর উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রংপুর বিভাগ মোঃ আবু জাফর,অতিরিক্ত জেলা ম্যাজিট্যাট দিনাজপুর মেহেদী হাসান, উপজেলা নিবার্হী অফিসার নুজহাত তাসনীম আওন,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, সিনিয়র সহকারি পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল মঞ্জুরুল ইসলাম, মেসবাউল ইসলাম মন্ডল, সহাকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাবেক উপজেলা ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টারসহ আরও অনেকে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী জানান, ‘খুবই সুন্দরভাবে বাড়ি নির্মাণ করা হয়েছে, যাতে ভূমিহীন ও গৃহহীনরা এই নতুন বাড়ি পেয়ে অতীতের ঘর না থাকার কষ্টের ভুলে যায়। আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫ শত টাকা। প্রতিটি গৃহ একই ধরণের, যেখানে আছে দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা। এসব গৃহে প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উপজেলার খানপুর ইউনিয়নে ১৭টি পরিবারকে নতুন জমিসহ বাড়ি, দলিল ও বাড়ির চাবী হস্তান্তর করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রংপুর বিভাগ মোঃ আবু জাফর,অতিরিক্ত জেলা ম্যাজিট্যাট দিনাজপুর মেহেদী হাসান, উপজেলা নিবার্হী অফিসার নুজহাত তাসনীম আওন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, ‘এই আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন পরিবার জায়গাসহ নতুন বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও কবুলিয়ত রেজিষ্ট্রিশন সর্ম্পূণ করা হয়েছে। তিনি আরও বলেন, ভূমিহীন ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) বিরামপুরে ১৭জন ভূমিহীনকে ২ শতক জমির দলিল এবং ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে। এসকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে।’
এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, স্থানীয় সাংবাদিক, উপজেলার উপকারভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।