1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

বীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

বিএনপির অগ্নিসংন্ত্রাস, নৈরাজ্য ও সংহিস ঘটনার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকেলে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. হামিদুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শিবলি সাদিক, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অনিতা রায়, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোছাদ্দেক হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বিএনপির অগ্নিসংন্ত্রাস, নৈরাজ্য ও সংহিসতার প্রতিবাদে সারাদেশে আওয়ামীলীগের নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দিয়ে বলেন, বিএনপির সন্ত্রাস নৈরাজ্য জনগনকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।