1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বিরামপুর (দিনাজপুর ) প্রতিনিধিঃ

কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত দেশব্যাপী বিএনপি-জামাতের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ জনগণের নিরাপত্তায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে বিরামপুর পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকামোড় বঙ্গবন্ধু ম্যূড়ালে চত্বরে এসে শান্তি সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব‍্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহমত আলী, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু হেনা মো: মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী যুবলীগের সহঃ সস্পাদক আমিনুল ইসলাম (রাজু), দপ্তর সম্পাদক এহসানুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খাইরুল আলম (মুকুট), উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম,
সাংগঠনিক সম্পাদক সোয়াইব মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘‌জনসমর্থন হারিয়ে আবুল-তাবুল বকছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারণ শেখ হাসিনাই মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় উন্নয়ন করেছেন। শেখ হাসিনা দেশে উন্নয়নের মহাসমুদ্রে মহাপ্রলয় ঘটিয়েছেন।

এসময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।