দিলীপ কুমার রায়, নিজস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের পাহাড় পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজ ১৯ জুলাই’২০২৩ রোজ বুধবার বিকেলে বাল্য বিবাহ রোধ কল্পে শিশু ও যুব ফোরামের আয়োজনে ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির সহযোগীতায় শিশু ও যুব ফোরামের সদস্য/সদস্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্যদের উপস্থিতিতে পাহাড় পুর গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষনা লক্ষ্যে সচেতনা মূলক সাংকৃতিক অনুষ্ঠান, নাটক ও পালা গান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং তারগাঁ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আ, স, ম মনোয়ারুজ্জামান। ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির ম্যানেজার কুহু হাগিদক, জুনিয়র প্রেগ্রাম অফিসার, জান্নাতুন মাওয়া, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মার্টিন সিং, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুইজন কোরিয়ান সিয়ুনইয়ন লী, হাইয়ং লী ও সাংবাদিক বৃন্দ।