1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
দিনাজপুর -১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী প্রভাসের প্রচারণা - সবুজ বাংলা নিউজ
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

দিনাজপুর -১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী প্রভাসের প্রচারণা

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনে বইতে শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া।‌ নির্বাচনের এখনো ৬/৭ মাস বাকি থাকলেও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় তাদের প্রার্থিতা জানান দিতে পোস্টার এবং বিলবোর্ড টাঙ্গানোর পাশাপাশি ব্যাপকভাবে গণসংযোগ শুরু করেছেন। পাশাপাশি তারা দলীয় মনোনয়ন পেতে দলের হাই কমান্ডের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। সেই সাথে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকায় কাঙ্খিত উন্নয়নমূলক কাজে অবদান রাখারও‌ প্রত্যয় ব্যক্ত করছেন। বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলার আরিফ বাজার এলাকায় দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন‍্যতম সদস‍্য সহকারী অধ‍্যাপক প্রভাস চন্দ্র রায় তাঁর কর্মীসমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন,সভা সমাবেশ, উঠান বৈঠক করছেন। এইসব সভা,সমাবেশ ও উঠান বৈঠকে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি প্রতিদিন বীরগঞ্জ -কাহারোলের কোন না কোন ইউনিয়নে এসব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রভাস চন্দ্র রায় একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করছেন। তিনি গত কয়েকদিনে কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে মতবিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময় সহ নৌকায় ভোট প্রার্থনা করে বাসাবাড়ি,হাট-বাজার ও জনবহুল স্থানে গণসংযোগ করেছেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।