1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
ঘোড়াঘাটে মসজিদ-মাদ্রাসায় জিআর চাল বিতরণ - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

ঘোড়াঘাটে মসজিদ-মাদ্রাসায় জিআর চাল বিতরণ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩

মো:আনভিল বাপ্পি, স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জেলা প্রশাসক কতৃক-উপ বরাদ্দকৃত ১টি মসজিদ- ২৬ মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ২৭ টি প্রতিষ্ঠানে জিআর প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা মিলনায়তনে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠান প্রধানদের হাতে জিআর প্রকল্পের বরাদ্দকৃত চালের ডিও লেটার তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের সিনিয়র সহকারী কমিশনার মো: মনিরুজ্জামান ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সিনিয়র সহকারী কমিশনার মো:মনিরুজ্জামান ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, ঈদ-উল আযহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় ১ মেট্রিক টন করে চাল বিতরণ করা হয়েছে। এই চাল এতিমদের হক, প্রতিষ্ঠানের প্রধানদের কাছে অনুরোধ থাকবে এই চাল যেন সুষ্ঠুভাবে বন্টন করা হয়।
এ সময় মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার প্রধানগণ বাংলাদেশ সরকার এবং জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।