দিলীপ কুমার রায়, কাহারোল (দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার উত্তরাঞ্চলের বৃহৎ গরুর হাট কাহারোল গরুর হাট ক্রেতা ও বিক্রেতায় মুখরিত হয়ে উঠেছে। গতকাল ২৪জুন’২০২৩ রোজ শনিবার সকাল ৬টা থেকে দূর দূরান্ত হতে গরুর ব্যবসায়ীরা, খামারি ও গরুর মালিকেরা ভটভটি, মিনি ট্রাকে করে গরু নিয়ে এসেছেন কাহারোল গরুর হাটে গরু বিক্রয় করার জন্য। কাহারোল হাটের গরু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে কোরবানীর জন্য গরুর ব্যবসায়ীরা। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গরুর বেপারী মোঃ আক্কাশ আলী জানান, তিনি প্রতি বছর কাহারোল হাট থেকে কোরবানীর জন্য গরু ক্রয় করে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করেন। তিনি বলেন, এবার প্রচুর পরিমানে গরু আমদানী হয়েছে কিন্তুু গতবারের তুলনায় এবার দাম বেশী। দিনাজপুর শহরের রামনগর এলাকার কোরবানীর জন্য গরু ক্রয় করতে আসা মোঃ রফিক জানান, এবার বাজারে ছোট ও মাঝারী গরুর দাম বেশী। গত বছরের তুলনায় প্রতিটি গরুর দাম ৮ থেকে ১০ হাজার টাকা বেশী।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হাসান খান জানান, কাহারোল গরুর হাটে জন্য আজ শনিবার প্রশাসনের পক্ষ হতে ক্রেতা এবং বিক্রেতাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। গরুর হাটে ব্যাংকের পক্ষ হতে জাল নোট সনান্তের জন্য ব্যবস্থা করা হয়েছে। কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম বলেন, কাহারোল গরু হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে কাহারোল থানার পক্ষ হতে।