মোঃ আনভিল বাপ্পি স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মেয়রের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন)সকালে স্থানীয় চৌমাথা মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
তিনি জানান, পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা শ্যামলী আক্তার অনিয়ম করে সাব-রেজিস্ট্রি অফিসের জায়গা দখল করে বাড়ী ও দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভাড়া দিয়ে আসছিল। যেকারণে রাস্তাটি সংকোচিত হয়ে পড়ে। এসব অবৈধ দোকান এবং বাড়ী করার কারণে ব্যস্ততম রাস্তাটিতে যানজট সব সময় লেগেই থাকত। ওই রাস্তা দিয়ে চলাচলকারী ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। কিন্তু শ্যামলী তার ব্যক্তিগত আক্রোশে আমার নামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার চালায়। যাহা খুবই দুঃখজনক।এসময় মানববন্ধন ও ঝাঁড়ু মিছিলে অংশগ্রহণ করেন ভুক্তভোগী পরিবার ও তাদের সদস্যরা। মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারগুলো জানান, আমরা দ্রুত শ্যামলী আকতারকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের পৃর্বক শাস্তির দাবী জানাচ্ছি আজকের এ সমাবেশ থেকপলাশবাড়ীতে মানববন্ধন শেষে ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত.