1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে পুকুরে কীটনাশক প্রয়োগে মাছরে মৃত্যু - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

বীরগঞ্জে পুকুরে কীটনাশক প্রয়োগে মাছরে মৃত্যু

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ।।

দিনাজপুরের বীরগঞ্জে  ৭নং মোহাম্মদপুর ইউনয়িনরে মাহানপুর বাজার এর সাথে পুকুরে কীটনাশক প্রয়োগ করে লক্ষাধকি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ  উঠছে।

২১জুলাই বুধবার দুপুরে পুকুররে মৎস্য জীবিরা বলনে দীবাগত গভীর রাতে তাদরে  বাড়ীর পাশে পুকুরে কে বা কারা কীটনাশক প্রয়োগ করে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ  করা হয়ছে। তবে এব্যাপারে কাউকে দোষী সাব্যস্ত করে  আইনের আশ্রয় নেন নি তারা। তারা বলনে আসলে বিষ প্রয়োগ করতে আমরা  কাউকে দখেনি। এখন যদি কাউকে সন্দহে করে অভিযোগ  করি তাহলে হয়তো কছিু মানুষ শুধু শুধু ক্ষতিগ্রস্থ হবে। তাই এই কাজের বিচার আল্লাহ করবে।
স্থানীয়রা জানান, কিছু দিন আগে ঐ পুকুরে মাছ চুরি হয়ে যায়।যারা মাছ  চুরি করছেন তারাই এই কাজ করতে পারে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।