বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ৪ নং পাল্টাপুর ইউনিয়নে সাদুল্যাপাড়া আদিবাসী যুব সংঘ ক্লাব এর সৌজন্যে বৃহস্পতিবার বিকাল ৪ টায় এক দিনের ফুটবল টুনামেন্ট এর আয়োজন করা হয় । উক্ত আদিবাসী ফুটবল টুনামেন্ট এর প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: মোনায়েম মিয়া, পাল্টাপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল। এ-সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৪ নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ান্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো: জিয়াউর হক জিয়া । উক্ত ফুটবল খেলায় ফাইনাল রাউন্ট কল্যাণী ফেন্স ক্লাব ও সুজালপুর ফেন্স ক্লাব খেলায় অংশগ্রহন করেন । উক্ত ফাইনাল খেলায় কল্যানী ফেন্স ক্লাব ১ গোলে বিজয় হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।