দিলীপ কুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। গতকাল শিশুর প্রতি সহিংসতা, হুমকি ও ঝুকিপূর্ন শিশুশ্রম নিরসন প্রকল্প ওয়াল্ডভিশন বাংলাদেশ, কাহারোল এপি ও চাইল্ড লেবার মনিটরিং কমিটির আয়োজনে ১২ই জুন’২০২৩ রোজ সোমবার দিন ব্যাপী কাহারোল উচ্চ বিদ্যালয় ও মিত্রবাটি উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে মোট ২০০ জন শিশুশ্রমিক শিশু, ঝুকিপুর্ন শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট অফিসার মিলি সরকার, চাইল্ড লেবার মনিটরিং কমিটির সদস্য মালতী রানী রায়, জ্যোতিষ মহন্ত। দিন ব্যাপী কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।