বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে নারী কর্ম ক্ষমতায়নে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা” এবং গবাদি পশু মোটা তাজা
নিশ্চিত করণের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭জুন -২০২৩) সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র শাখা কার্যালয়ে পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের বাস্তবায়নে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক সুদর্শন রায়ের সভাপতিত্বে (৩)দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চীফ অডিটর মো.রাশেদ আলী (রাজা) ২০ জন নারী সদস্যদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরেন। এসময় লাইফ স্কুল এন্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কর্মকর্তা মো,মামুনুর রশীদ,বীরগঞ্জ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের এরিয়া ম্যানেজার মোন্নাফ, কেইস ম্যানেসমেন্ট অফিসার জিমি হাসদা,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি রতন ঘোষ পীযূষ ও সহ-সভাপতি বিকাশ ঘোষ উপস্থিত ছিলেন।