1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ ইটভাটায় নামলো হেলিকপ্টার, দেখতে জনতার ভিড় সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি ঘোড়াঘাটে ষাঁড় গরু ও হাঁস-মুরগী বিতরণের উদ্বোধন বিরামপুর পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা কাহারোলে ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির সহযোগিতায় ৩০জন ছাত্রী মার্শাল আট প্রশিক্ষণ সমাপ্ত ঘোড়াঘাটে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত বিরামপুরে “জাতীয় স্থানীয় সরকার দিবস” উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি হঠাৎ বন্ধ হয়ে গেল মোটরসাইকেলের হেডলাইট, ৩ বন্ধু নিহত বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ এ্যাড. মো. হামিদুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবনিযুক্ত অধ্যক্ষর যোগদান ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের ৯৫ বস্তা চাল জব্দ কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন বিরামপুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন দিনাজপুরে কেক কেটে “দৈনিক যুগের আলো” পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর শিক্ষাবোর্ডের কর্মকর্তাকে স্থায়ী বহিস্কার

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩

লিটন আকাশ,  স্টাফ রিপোর্টার ॥

দায়িত্ব ও কর্তব্যেও প্রতি অবহেলা, দেরী কওে কার্যালয়ে আসা,বোর্ডের চেয়ারম্যানকে জড়িতে মিথ্যা তথ্য সরবরাহ কওে সংবাদ প্রকাশ করা, চেয়ারম্যান কে অনৈতিক চাপ প্রদান, বহিরাগত সন্ত্রাসী নিয়ে গিয়ে সহকর্মীদেও মারধোর সহ বেশ কয়েকটি অভিযোগে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডেও পরীক্ষা শাখার সেকশন কর্মকর্তা রিয়াজুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। গত ২৮ মে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও সচিব প্রফেসর মো: জহির উদ্দিন স্বাক্ষরিত চিঠি দিয়ে তাকে বহিস্কার করা হয়। বরখাস্তের আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতির তোয়াক্কা না করেই ১৮/০৯/২০১৩ থেকে ২৪/০৯/২০১৩ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই ভাবে ০৩/০৬/২০১৪ থেকে ০৫/০৬/২০১৪ পর্যন্ত এবং ১৭/১২/২০১৭ থেকে ৩০/১২/২০১৭ পর্যন্ত একই ধরনের অপরাধ করেন। কর্মস্থলে প্রায় দেরীতে উপস্থিত এবং কর্তৃপক্ষ কে না জানিয়ে ই অফিস চলাকালীন সময়ে অফিস ত্যাগ করেন। ০২/০৬/২০১৪ তারিখে বোর্ডের হিসাব রক্ষক নাসিমুজ্জামানকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন। ০৬/১২/২০১৫ তারিখে অনুমতি ছাড়াই চেয়ারম্যানের দপ্তরে প্রবেশ কওে অবৈধভাবে পদোন্নতি দানের জন্য চেয়ারম্যান কে অনৈতিক চাপ প্রদান তথ্যা ব্লাক মেইল করার অপচেষ্টা করেন। ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র সমূহ প্যাকেট-ট্যাংকজাত করন কাজ চলার সময়ে অতিরিক্ত ১০ দিনের পারিশ্রমিক দেয়ার হুমকী প্রদান করেন। ২০১৭ সালে বহিরাগত সন্ত্রাসী নিয়ে গিয়ে বোর্ডেও নিম্নমান সহকারী মনসুরুল আলম প্রধান, উচ্চমান সহকারী হরুন অর রশিদ, উচ্চমান সহকারী কামরুজ্জামানসহ আরো অনেক কে মারধোর করেন। প্রচলিত চাকুরী বিধির তোয়াক্কা না করেই বোর্ডেও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ভাবে আক্রমণ করে অসত্য, বিভ্রান্তিমূলক, অবমাননা কর এবং বিব্রতকর বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরকারী/বেসরকারী দপ্তরে প্রচার/প্রকাশ/প্রেরন করেন। গত ০৩/০৫/২০২৩ তারিখে একটি সাপ্তাহিক পত্রিকায় বোর্ডের চেয়ারম্যানকে জড়িয়ে সম্পূর্ণ অসত্য, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত এবং অবমাননা কর সংবাদ প্রকাশিত হয়। পরে ওই পত্রিকার বার্তা সম্পাদক লিখিত ভাবে জবানবন্দী দেন যে এই সংবাদ তিনি রিয়াজুল ইসলাম পাঠিয়েছেন। পরে ২১/০৫/২০২৩ তারিখের সংখ্যায় পত্রিকাটিতে ওই সংবাদ প্রকাশের বিষয়ে বার্তা সম্পাদক দু:খ প্রকাশ করেন। উপরোক্ত সরকারী কর্মচারী চাকুরী বিধি পরিপন্থী সকল অপকর্মের পর কর্তৃপক্ষ কারণ দর্শালে এই ধরনের চাকুরী পরিপন্থী কার্যক্রম আর হবে না মর্মে অঙ্গীকার কওে ক্ষমা প্রর্থনা করেন। কিন্তু কর্তৃপক্ষ কে বিভ্রান্ত করার আচরন ও কর্মকান্ড পরিবর্তনের কোন লক্ষন দেখা যায় না।এমতাবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৯ ধারায় বর্ণিত ব্যতিক্রমে যথাযথ কর্তৃপক্ষ এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে, আপনাকে পুনরায় কারণ দর্শাই বার সুযোগপ্রদান যুক্তিযুক্ত ভাবে বাস্তব সম্মত নয়। তাই বিজ্ঞ আইন উপদেষ্টার মতামত ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ৯ মতে আপনাকে এই মুহুর্ত হতে চাকুরী থেকে বরখাস্ত করা হলো।
কথা হলে রিয়াজুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিস্কার করা হয়েছে। যে সংবাদ প্রকাশিত হয়েছে তার বিষয়ে আমার সংশ্লিষ্টতা নাই।
কথা হলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বলেন,বিজ্ঞ আইন উপদেষ্টার মতামত ও বিধি মেনেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy