মো. রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভা (প্রথম শ্রেণীর) পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপসচিব (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পরিচালক, মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় তাঁকে ফুল দিয়ে় শুভেচ্ছা জানান বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী। পরে পৌরসভার উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে কুশল বিনিময় করেন ও সবাইকে মনোযোগ সহকারে দাপ্তরিক কাজ করার পরামর্শ দেন তিনি।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরসভায় মোহাম্মদ মাহফুজুর রহমান বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে “গ্রিন হাউস নিঃসরণ কমানোর লক্ষ্যে বিরামপুর পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন” শীর্ষক প্রকল্প পরিদর্শন করেন।
সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্প পরিদর্শন শেষে উপসচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ ও বিদ্যুতের উন্নয়নে বর্তমান বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং বিদ্যুতের মানউন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বিরামপুর পৌর এলাকার এই সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন হচ্ছে। এর সুফল আপনারা পৌর নাগরিকরা পাবেন।
এসময় পৌর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) বিপাশা রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।